ভ্রমর যদি বায়ুগতিশাস্ত্রের তত্ত্ব জানতো তাহলে সে  উড়তে পারতোনা-

আসসালামু আলাইকুম । 
প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিজ্ঞানীরা বলেন ভ্রমরের শরীর বেশ ভারী এবং তুলনায় ডানার বিস্তার অনেক ছোট। বায়ুগতিশাস্ত্র অনুসারে ভ্রমরের উড়তে পারার কথা নয়। কিন্তু ভ্রমর এই তত্ত্ব জানে না এবং দিব্যি উড়ে বেড়ায়। নিজের সীমাবদ্ধতা না জেনে কাজ করতে গিয়ে আপনি  আশ্চর্য হয়ে যাবেন নিজের কৃতিত্বে।  পিছন ফিরে তাকিয়ে বিশ্বাসই করতে চাইবেন না যে আপনার কোনোও সীমাবদ্ধতা ছিল। কিন্তু মানুষ সীমাবদ্ধতার ধারণা নিজেই তৈরি করে। শিক্ষা যেনো সীমাবদ্ধতা আরোপ না করে।

ধন্যবাদ