দৃঢ় বিশ্বাস ছাড়া মানুষ কোন নীতি ও আদর্শগত অবস্থান নিতে পারে না-




যাদের দৃঢ় বিশ্বাসের অভাব আছে তারা মধ্যপন্থী আর যারা মাঝ রাস্তা দিয়ে চলে তাদের কি হয়? গাড়ি চাপা পড়ে।দৃঢ় বিশ্বাস ছাড়া মানুষ কোন নীতি ও আদর্শগত অবস্থান নিতে পারে না। বিশ্বাস এবং সাহস নেই বলে তারা গড্ডালিকাপ্রবাহে ভেসে যায়। ভুল জেনেও অন্যের হাতে হাত দিয়ে নিজেকে গ্রহণযোগ্য করার চেষ্টা করে। প্রকৃতপক্ষে, তারা এমনভাবে ব্যবহার করে যেন তারা পশু পালের একটি অংশ। কেউ কেউ নিজেদের অপেক্ষাকৃত উন্নত মনে করেন কারণ। কারণ তারা অন্যায় কে সমর্থন করেন না। কিন্তু প্রতিবাদ করার মতো আত্মবিশ্বাস তাদের নেই। তারা অবশ্য বুঝতে পারেন না যে প্রতিবাদ না করা প্রকৃতপক্ষে সমর্থন করারই শামিল।

সাফল্যের একটি গোপন কথা হলো, কোন বিষয়ে বিরোধী হবার থেকে কোন একটি বিষয় কে সমর্থন করা ভালো। তার ফলে সমস্যাটির অঙ্গ না হয়ে সমাধানের অংশ হওয়া যায়। কোনও অবস্থান নেওয়ার জন্য দৃঢ় বিশ্বাসের প্রয়োজন।