সাফল্যের জন্য জরুরী শিক্ষাক্রম-
★জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়।
★অন্যের ভুল থেকে শিক্ষাগ্রহণ করুন।
★উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন।
★যা অপরের নিকট পান, তার থেকে বেশি দিন।
★উদ্দেশ্যহীনভাবে কোন জিনিসের সন্ধান করবেন না।
★দীর্ঘমেয়াদী চিন্তা করুন।
★নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন।
★সিদ্ধান্ত নেওয়া সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি নিবন্ধ রাখবেন।
★সততার বিষয়ে কোনওভাবে আপস করবেন না।
এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারলে খুব সহজেই সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।
সংগ্রহ- তুমিও জিতবে


0 Comments